বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিনটি করে গাছ লাগিয়ে, আসুন সবুজ অঞ্চল গড়িঃ বীর বাহাদুর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৯, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমরা প্রত্যেকে বছরে ৩টি করে গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের প্রিয় পার্বত্য চট্টগ্রামকে সবুজ অঞ্চলে পরিণত করতে পারি।

রবিবার ২৯ আগষ্ট সকালে বান্দরবান শহরের বালাঘাটায় বন বিভাগের নার্সারি চত্ত্বরে আয়োজিত চারা বিতরণকালে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিদের সভায় এ কথা বলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু এবং বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানায়, বান্দরবানকে সবুজায়ন করার পক্ষে চলতি মৌসুমে ৬৭ হাজার ৫০০ ফলদ, বনজ এবং ঔষুধি জাতের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।