সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার ডাবলিনে আইরিশরা হার মানলেও হারেননি সিমি। আটে ব্যাটিং করতে নেমে তিনি খেলেছেন ৯১ বলে ১০০ রানের অপরাজিত এক ইনিংস। এই ইনিংসেই ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া এই অফ স্পিনিং অলরাউন্ডার নিজের নাম লিখেছেন ইতিহাসে।
ওয়ানডে ক্রিকেটের ৫০ বছরের ইতিহাসে খেলা হয়েছে ৪ হাজার ৩০৫ ম্যাচ। এই সব ম্যাচে আটে ব্যাট করেছেন ৯১৯ জন ক্রিকেটার। কিন্তু এই পজিশনে সিমিই প্রথম সেঞ্চুরি করতে পারলেন।
অবশ্য সেঞ্চুরির বেশ আগেই থমকে যাওয়ার শঙ্কায় ছিলেন তিনি। শেষ ব্যাটসম্যান ক্রেইগ ইয়াং যখন উইকেটে যান, সিমির রান তখন ৭৩ বলে ৭২। শেষ জুটিতেই বাকি পথ পাড়ি দেন তিনি দারুণ ব্যাটিংয়ে। ১৩ বল খেলে সঙ্গ দেন ইয়াং।
শেষের আগের ওভারের শেষ বলে দুই রান নিয়ে সিমি পা রাখেন শতরানে। পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান আয়াং।
আটে নেমে আগের সর্বোচ্চ ইনিংস ছিল যৌথভাবে দুই ইংলিশ ক্রিকেটার ওকস ও কারানের। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ট্রেন্ট ব্রিজে অপরাজিত ৯৫ করেন ওকস। কয়েক মাস আগে পুনেতে ভারতের বিপক্ষে ৯৫ রানে অপরাজিত থাকেন কারান।