বান্দরবানের লামা উপজেলার ওপিপোস্ট পাড়ায় সৎ বাবা জুনাইদ (৩২) ধর্ষণ করেছে তার ৯ বছরের সৎ শিশু কন্যাকে। জুনাইদ এর বর্তমান স্ত্রী ও ভিকটিমের মা এ তথ্য প্রকাশ করেছেন। রোববার ১৮ জুলাই দুপুরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়।
লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিত মেয়েটিকে লামা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধর্ষক সৎ বাবা পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পুলিশের একটি টিম কাজ করছে।
তিনি জানান, ভিকটিমের মা এবং নানী সরকারি রিলিফ আনতে যাওয়ায় বাসায় মেয়েটি এবং তার সৎ বাবা থেকে যায়। সুযোগ পেয়ে জুনাইদ তার স্ত্রীর প্রথম ঘরের সন্তান ওই ৯ বছরের শিশুকে ধর্ষণ করে।
লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের ওপিপোস্ট পাড়ায় এই ঘটনা ঘটে।
রিলিফ নিয়ে বাড়ি ফেরার পর মা তার কন্যাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। জিজ্ঞাসা করলে সে জানায়, তার সৎ বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এই অবস্থায় দ্রুত তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
হাসপাতালের কর্মরত চিকিৎসক বিবি ফাতেমা জানান, প্রাথমিকভাবে তার যোনিপথে ক্ষত চিহ্ন ও রক্ত পাওয়া গেছে।