বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান জেলা ছাত্রলীগের ২৬টি করোনা প্রতিরোধক বুথ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৮, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

করোনা পরিস্থিতিতে জনগণকে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা সদর ও উপজেলা সদরে ২৬টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৮টি বসানো হয়েছে জেলা সদরে। অবশিষ্ট ৬টি উপজেলার প্রতিটিতে ৩টি করে বুথ স্থাপন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১৮ জুলাই রবিবার সকালে উপজেলা প্রতিনিধিদের কাছে করোনা প্রতিরোধক বুথ হস্তান্তর করেন। এই উপলক্ষ্যে জেলা সদরে মন্ত্রীর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এবং সাধারণ সম্পাদক জনি সুশীল বক্তব্য দেন।