করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর উপহার হিসেবে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক। ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে আজ শনিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ এসব ভেন্টিলেটর গ্রহণ করেন।
বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে এগুলোর জন্য আমরা যোগাযোগ করছি। দ্রুত সময়ে এগুলো পেতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঈদেও কাজ করেছে। করোনা রোগীরা যাতে এসব ভেন্টিলেটরের সুবিধা পান সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই কাজ করেছেন।
ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, আজকে আমরা জাপান থেকে টিকা পেলাম। আগামী মাসের মধ্যে আরও টিকা পেয়ে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তার দক্ষতা, পারদর্শিতা এবং যুগোপযোগী সিদ্ধান্তে আমাদের দেশে টিকা কার্যক্রম সুন্দরভাবে চলছে। সবাই টিকা পাবেন। যেসব ভেন্টিলেটর এসেছে, সেগুলো খুব ভালো মানের।
এর আগে, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, কোভিড-১৯ আক্রান্তদের ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান হেলথকিউব নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কয়েকশ কনভেন্টর ভেন্টিলেটর যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠিয়েছে। এর মধ্যে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট।