৯ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনে দায়ের করা মামলায় পুলিশ বান্দরবানের মানবাধিকার কর্মী ও জেলার আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সারাহ সুদীপা ইউনুসকে (৪০) শনিবার সকালে আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সাব-ইন্সপেক্টর গোবিন্দ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান শহরের বনরূপা এলাকায় ভাড়া বাসা থেকে সারাহ সুদীপা ইউনুসকে গ্রেফতার করা হয়। মামলার ২নং আসামী ও তার স্বামী ফয়সাল আহমেদকে (৪৫) বাসায় পাওয়া যায়নি। তাকেও আটক করার জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, গত ২২ জুলাই শিশু গৃহপরিচালিকা জয়নাব আক্তার জোহরা (৯) এর স্থানীয় অভিভাবক রওশন আরা বাদী হয়ে বান্দরবান সদর থানায় শিশু নির্যাতন আইনে এই মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, বয়স কম হওয়া সত্ত্বেও তাকে দিয়ে ঝুকিঁপূর্ণ কাজ করানো হতো এবং কাজে সামান্য ত্রুটি-বিচ্যুতি হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।
মামলায় এডভোকেট সারাহ সুদীপা ইউনুসকে ১ নং বিবাদী এবং তার স্বামী ফয়সাল আহমেদকে ২ নং বিবাদী করা হয়। মামলা দায়েরের পর শুক্রবার ২৩ জুলাই বিকেলে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে জয়নাব আক্তার জোহরাকে চট্টগ্রামস্থ শিশু সেইফ হোমে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত এডভোকেট সারাহ সুদীপা ইউনুসকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমোলী আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে।