বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান বাঘমারা সিক্স মার্ডার কেসঃ প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৫, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের বহুল আলোচিত সিক্স মার্ডার ঘটনার প্রধান আসামী আ পাই মারমা (৩৮) ঘটনার ১ বছর পর আটক হয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা শনিবার ২৪ জুলাই সকালে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এর আগে এই মামলায় অভিযুক্ত আরও ৪ জনকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়।

গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে, সদর উপজেলার জামছড়িমুখ পাড়ায় আ পাই মারমার বাড়ি ঘেরাও করে সেনাবাহিনীর জওয়ানরা তাকে আটক করে। গত বছরের ৭ জুলাই ভোরে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার পাড়ায় এক সশস্ত্র হামলা চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সংষ্কার) গ্রুপের বান্দরবান জেলা সভাপতি লতন তংচঙ্গ্যা ও কেন্দ্রীয় নেতা ডেবিড বাবুসহ ৬ জনকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।

এই ঘটনার জন্য পিসিজেএসএস সংষ্কার গ্রুপ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে একটি মামলা দায়ের করে। মামলায় ১০ জনের নাম ও পরিচয় উল্লেখ করা হয়। পরে মামলার তদন্ত ভার ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। তবে গ্রেফতারকৃত আ পাই মং পিসিজেএসএস এর কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি।

বান্দরবান ডিবি পুলিশের ওসি শীবেন বিশ্বাস জানান, আলোচিত বাগমারা ‘সিক্স মার্ডার’ মামলার প্রধান আসামী আ পাই মারমাকে সেনাবাহিনী কর্তৃক আটকের পর শনিবার বিকেলে ডিবির হাতে সোপর্দ করা হয়েছে। বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ২০২০ সালের ৭ জুলাই সংঘটিত হত্যাকান্ডের পরদিন ৮০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে পিসিজেএসএস (সংস্কার) গ্রুপের সাধারণ সম্পাদক উবামং মারমা।

পুলিশ খুনিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলায় তালিকাভুক্ত অন্য ৪ জনকে আটক করতে সম্ভব হলেও প্রধান আসামী আ পাই মারমা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। সবশেষ শনিবার সেনাবাহিনীর জওয়ানদের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।