বান্দরবানশনিবার, ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে করোনায় মৃত্যু ২৪৭ঃ বান্দরবানে মৃত্যু নেই তবে বাড়ছে সংক্রমণের হার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে আজ করোনায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে করোনায় কোনো মৃত্যু না ঘটলেও গত ২৪ ঘন্টায় এই জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে পুরো জেলায় গত ১৬ মাসে মোট করোনা পজিটিভি শনাক্ত হয়েছে ১৬০৬ জন।

তাদের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। সুস্থ হয়েছেন ১২০৬ জন। বর্তমানে ৩৯৫ জন করোনা পজিটিভি বিভিন্ন সরকারি হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমিতদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ২৪৪ জন, লামায় ৫১ জন, নাইক্ষ্যংছড়িতে ৩৮ জন, রোয়াংছড়িতে ২৩ জন, রুমায় ২০ জন, আলীকদমে ১৮ জন, থানচি উপজেলায় ১ জন রয়েছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ৩৯৫ জন রোগীর মধ্যে ৫৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যেরা নিজ বাড়িতে থেকে চিকিৎসদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে বাড়িতে থাকা রোগীদের নিয়মিত মনিটরিং এ না থাকায় তাদের কেউ কেউ সুযোগ পেলেই ঘর থেকে বের হয়ে আশপাশের এলাকায় ঘুরাঘুরি করছেন।