কোয়ান্টাম ফাউন্ডেশনের দাফন স্বেচ্ছাসেবী দলের তত্ত্বাবধানে বান্দরবানের লামায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক নারীর দাফন-কাফন সম্পন্ন হয়েছে।
হামিদা বেগম (৬২) নামের এই নারীর বাড়ি লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের অপিপোস্ট পাড়ায়।
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৬ জুলাই রাতে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি। সেখান থেকে রাতেই তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। উপজেলা প্রশাসনের অনুরোধে কোয়ান্টাম ফাউন্ডেশন হামিদা বেগমের লাশ দাফনের দায়িত্ব নেয়।
মঙ্গলবার ২৭ জুলাই সকালে কোয়ান্টাম নারী দাফন দলের তত্ত্বাবধানে হামিদা বেগমের শেষ যাত্রার সবগুলো ধারাবাহিকতা সম্পন্ন হয়।
লামা এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশনে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, সারাদেশে লাশ দাফন কার্যক্রমে দেড় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী রয়েছেন। গত বছরের মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত তারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪ হাজার ৮৫৯ জনের দাফন সম্পন্ন করেছেন।