বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানেও ১১ ডিজিটের টেলিফোন নম্বর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে ১১ ডিজিটের টেলি যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে বিটিসিএল। এই কর্মসূচীর আওতায় একক এক্সচেঞ্জের মাধ্যমে বান্দরবান অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।

বুধবার ২৮ জুলাই সকাল থেকে বান্দরবানের ৫ ডিজিটের টেলিফোন নম্বর পরিবর্তন করে নতুন ১১ ডিজিটের নম্বরে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।

বিটিসিএল সূত্র জানায়, খুব শীঘ্রই বান্দরবান জেলা সদরের সব টেলিফোনকে নতুন ব্যবস্থার আওতায় রূপান্তর কাজ সম্পন্ন হবে।

কর্মসূচির আওতায় বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু’র বাসার টেলিফোন সংযোগের পুরাতন নম্বর ৬২৫১১ পরিবর্তন হয়ে ০২৩৩৩৩০২৫১১ হয়েছে।