বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

উজানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলার শংখ ও মাতামুহুরী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্র বুধবার সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। টানা বর্ষণের কারণে জেলা সদর ও লামা, থানচি, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, ফজর আলী পাড়া এবং কালাঘাটায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন অচল হয়ে পড়ছে। জেলা সদরের ৩৬টি আশ্রয় কেন্দ্রের কয়েকটিতে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত ১৮৬ পরিবার আশ্রয় নিয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।