পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ বৃহস্পতিবার ২৯ জুলাই সকালে করোনা শনাক্ত করণের লক্ষ্যে বান্দরবান সদর হাসপাতালে স্থাপিত জিন এক্সপার্ট ল্যাব উদ্বোধন করেছেন।
এই ল্যাবের মাধ্যমে একই সাথে ৮ জনের নমুনা পরীক্ষা করার সুযোগ থাকায় কম সময়ে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা এবং পৌর মেয়র (জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কোভিড চিকিৎসা ব্যবস্থাপনা ও ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিদর্শন করেন।