বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী তমব্রু এলাকা থেকে বৃহস্পতিবার ২৯ জুলাই রাতে সোনা মিয়া (২৯) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৬ জুলাই বিকেলে রোহিঙ্গা ক্যাম্পের অদূরে কুতুপালং বড়ুয়া পাড়া এলাকার খালে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। গত ৩ দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ঘোনাড়পাড়া খালের পাড়ে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।