বুধবার বিকেল থেকে উজানে ও অন্যান্য এলাকায় বৃষ্টিপাত থেমে যাওয়ায় বান্দরবান জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়ে জনজীবন স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে।
শংখ নদীর উজানে থানচি পয়েন্টে পানির উচ্চতা প্রায় ২০ ফুট এবং রুমা পয়েন্টে ১২ ফুট নেমে গেছে। লামা ও আলীকদমের উপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতেও বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
অবস্থার পরিবর্তন ঘটেছে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায়। বর্ষণ থেমে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই নিচু এলাকার পানি নেমে গেছে।
বান্দরবান সড়ক বিভাগ এবং এলজিইডি সূত্র জানিয়েছে, সংযোগ সড়কসহ অভ্যন্তরীণ সড়ক সমূহের কোথাও জলমগ্ন নেই।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বন্যা ও জলাবদ্ধতা দুর্গত হয়ে সেসব পরিবার বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছিল। শুক্রবার ভোরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
বান্দরবান জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিভাগ জানিয়েছে, বান্দরবান পৌর এলাকা, সদর উপজেলা, লামা এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন স্থানে সামান্য পরিমাণ পাহাড় ধসের ঘটনা ঘটলেও গত ৩ দিনে জেলার কোথাও বড় ধরণের বিপর্যয় ঘটেনি।