বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপরিকল্পিত খাল খননের স্বীকার হয়ে মুক্তিযোদ্ধার বাড়ি হুমকির মুখে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

একাত্তরের দেশ স্বাধীনের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীল। এখন মাথা গোঁজার ঠাঁই একমাত্র বসত বাড়ি রক্ষায় যুদ্ধ করতে হচ্ছে তার উত্তর সূরীদের।

মঙ্গলবার থেকে টানা বর্ষণে পাড় ভেঙ্গে গিয়ে লামা পৌরসভার হাসপাতাল এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বসত বাড়ির একটি অংশ ধসে গেছে। পলিথিন বিছিয়ে অবশিষ্ট অংশ রক্ষার জোর লড়াই চলছে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বড় সন্তান রূপন চন্দ্র সুশীল অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খাল খননের খেসারত দিতে হচ্ছে তাদের।

রূপন চন্দ্র সুশীল বলেন, “আমরা কোন ত্রাণ বা সরকারি সাহায্য চাই না। চাই খালের ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের বাড়ি রক্ষা করে দিক সরকার।”

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, খাল ও নদী খনন কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নুনার ঝিরি খনন করে। সে সময়ে মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বাড়ি থেকে ঝিরির দূরত্ব ছিল কমপক্ষে ৩৫ ফুট। অপরিকল্পিতভাবে এবং অপ্রয়োজনে ঝিরি খননের কারণে ওই ঝিরির আশপাশের এলাকায় ভাঙ্গন দেখা দেয়।

ভাঙতে ভাঙতে গত বছর তা শীল বাড়ির কাছাকাছি চলে আসে। এ বছরের টানা বৃষ্টি শেষটুকুও কেড়ে নেয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন অভিযোগ করেছেন, ঝিরির ভাঙ্গনে আরো ৫০টি বাড়ি ঝুঁিকর মধ্যে পড়েছে। তিনি অবিলম্বে নুনারঝিরি আশপাশের এলাকা রক্ষার লক্ষ্যে টেকসই প্রকল্প গ্রহণের দাবি জানান।