বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে রাশেদা আক্তার নামে আরো ১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে নিয়ে গত ১৬ মাসে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯-এ দাড়ালো।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৭৮ শতাংশ। পজিটিভ শনাক্তদের মধ্যে ৯ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। অবশিষ্ট ২৯ জন নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে।

জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৯৭০ জন। তাদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৪৩৯ জন।

চিকিৎসাধীন ৫২৩ জনের মধ্যে ৩৩০ জনই সদর উপজেলার। এছাড়া ৫৫ জন নাইক্ষ্যংছড়ি, ৪১ জন লামা, ৩৩ জন রোয়াংছড়ি, ২৯ জন রুমা, ২৭ জন আলীকদম এবং থানচি উপজেলার ৮ জন রয়েছে।