দেশব্যাপী করোনার গণ-টিকার প্রথম দিনে শনিবার ৭ আগষ্ট ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ৯ টায় বান্দরবান পৌর এলাকায় বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণ-টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় সমবেত নারী পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এই টিকা নিয়ে কেবল নিজেকেই রক্ষা করছি না একই সাথে রক্ষা করছি নিজের পরিবার এবং পুরো জাতিকে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা আছে। আরো টিকা আসছে। শেখ হাসিনা বেঁচে থাকতে একজন মানুষও টিকা থেকে বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অংসুই্প্রু মারমা, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণ-টিকা কর্মসূচির প্রথম দিনে ৩৩ টি ইউনিয়ন এবং বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১০৫টি বুথের মাধ্যমে একদিনে ২১ হাজার জনকে টিকাদানের লক্ষ্য নিয়ে স্বাস্থ্যবিভাগের ৫২৫ জন টিকাকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন।