জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের গলাচিপা এলাকা থেকে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, হাত-পা বেঁধে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
তিনি জানান, এ ব্যাপারে বান্দরবান থানায় একটি মামলা হয়েছে। হত্যার মোটিভ বের করতে পুলিশ কাজ করছে। প্রথম দিকে নিহতের নাম, পরিচয় জানা না গেলেও লাশ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়ার পর নিহতের পরিবার ও আত্মীয়স্বজন যোগাযোগ করে। এতে তার পরিচয় নিশ্চিত হয়। নিহত নারীর নাম রূপা আক্তার (১৮)। রাঙ্গামাটি জেলার রায়খালি থানাধীন ধোলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা।
রূপা আক্তারের পারিবারিক সূত্র জানায়, কয়েকমাস আগে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ঘন্টাকাঁটা গ্রামের হায়দার আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। সপ্তাহখানেক আগে রূপা আক্তার পিতার বাড়িতে বেড়াতে আসে।
বান্ধবীর বাসায় বেড়ানোর কথা বলে ৭ আগষ্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় রূপা আক্তার। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিলো না।
সূত্র জানায়, বিয়ের আগে কাজল হোসেন নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে এই হত্যাকান্ডের সাথে কাজল হোসেন সম্পৃক্ত কি না- সুনির্দিষ্টভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার সাব-ইন্সপেক্টর মির্জা নূর আলম জানান, রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকায় একেএম জাহাঙ্গীরের বাগানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পড়ে থাকা ওই নারীর গলা কাটা লাশ উদ্ধার করে।