বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি যুবক অপহৃত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা বড় ভাইকে অপহরণ করে হত্যার ২০দিন পর ছোট ভাইকেও অপহরণ করে নিয়ে গেছে।

উসাইমং (৩৪) নামের এই যুবককে সদর উপজেলার ১ নং রাবার বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী একটি গ্রুপ।

রবিবার ৮ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী যুবক অপহরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণকারীদের ধরতে সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশ সম্ভাব্য সকল স্থানে অভিযান চালাচ্ছে।

গত ১৮ জুলাই সন্ধ্যায় অস্ত্রধারী একটি গ্রুপের হাতে অপহৃত হয়ে প্রাণ হারান উসাইমং এর ভাই ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অং ক্য থোয়াই। তবে ওই অপহরণ ও হত্যার সাথে এবারের অপহরণের কোনো সম্পর্ক আছে কি না জানা যায়নি।