তৃতীয় দফায় টানা ২০ দিন লকডাউন রাখার পর বুধবার ১১ আগষ্ট থেকে সারাদেশে বিধিনিষেধ শিথিল হয়ে যাচ্ছে।
রোববার এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ বিধি নিষেধ শিথিল করার কথা জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ব্যবস্থায় গণপরিবহনে সমসংখ্যক আসন ভিত্তিতে যাত্রী পরিবহন করা যাবে। সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হোটেল, রেস্টুরেন্ট অর্ধেক আসন খালি রেখে খোলা রাখতে হবে।
সরকারি বেসরকারি অফিস আদালত খুলবে তবে কঠোর স্বাস্থ্যবিধি অবলম্বন করে কাজ কর্ম চালাতে হবে।
দোকানপাট, শপিংমল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিধি নিষেধ শিথিল হওয়ায় ১১ আগষ্ট থেকে দেশের সব শিল্প-কারখানা খোলা থাকবে।
তবে এই প্রজ্ঞাপনে পর্যটন বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্ট।