বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।
সিয়াম জির লুসাই (৬৯) রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা। সিভিল সার্জন ডা. অংসুইপ্রু নতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০ এ দাড়ালো।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২০৩০ জন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৪৭৮ জন।
সূত্র জানায়, জেলা সদরেই আক্রান্তের হার সবচেয়ে বেশি। বর্তমানে চিকিৎসাধীন ৫৪২ জনের মধ্যে ৩৫৮ জনই সদর উপজেলার।