বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পর্যটন খুলছে ১৯ আগষ্ট

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১২, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

লকডাউনে বিধিনিষেধ প্রায় পুরোটা তুলে নেয়ার পর ১৯ আগষ্ট থেকে খুলে দেয়া হচ্ছে দেশের সকল পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট।

১২ আগষ্ট সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক আসন/কক্ষ খালি রেখে পর্যটকদের সেবা দেয়া যাবে।

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়লে গত বছরের মার্চ মাস থেকে সারাদেশে সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়। প্রায় দেড় বছর পর সেগুলো আবার খুলে দেয়া হবে।