বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলায় আরো ২০ দুর্যোগ আশ্রয় কেন্দ্র

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২১ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রান্তিক অধিবাসীদের আশ্রয় দিতে বান্দরবান পার্বত্য জেলায় ২০টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে ইউএসএআইডি, কেয়ার বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেনস। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এ উপলক্ষ্যে এক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার ২৬ আগষ্ট বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, ইউএসএইড এর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উইং এর পরিচালক মিজ. এলেন ডি গুজম্যান, সেইভ দ্য চিলড্রেন এর মানবিক সহায়তা পরিচালক মোঃ মোস্তাক হোসাইন এবং মাল্টিপারপাস ডিজেস্টার সেল্টার সার্পোট প্রকল্পের প্রধান মঞ্জু মোরশেদ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গ্রাউস এর নির্বাহী পরিচালক চিং চিং মং স্বাগত ভাষণ দেন। কর্মশালায় জানানো হয় বান্দরবান জেলার সদর উপজেলায় ৯টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৬টি এবং লামা উপজেলায় ৫টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। সরকারের বিল্ডিং কোড অনুযায়ী এসব আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। এতে সোলারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে।