বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমস্থ বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতুর অদূরে বেতবুনিয়া পয়েন্টে শুক্রবার ২৭ আগষ্ট সকালে এক অভিযান চালিয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, বেতবুনিয়া পয়েন্টে একটি গ্যারেজের কাছে রাখা প্রাইভেটকারের (চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১) ভেতরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো আটক করা হয়। এই ঘটনায় ইয়াবা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সব-ইন্সপেক্টর আল আমিন। সকালে উদ্ধারের পর ইয়াবা, প্রাইভেটকার এবং গ্রেফতার করা আবদুর রহিমকে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আবদুর রহিমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায়।
ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার সবশেষ ইয়াবা আটকের ঘটনাসহ ২০ আগষ্ট থেকে গত ১ সপ্তাহে পৃথক ৩টি অভিযানে পুলিশ প্রায় ৪ লাখ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।