করোনা প্রতিরোধে সরকার ঘোষিত গণটিকা কর্মসূচির দ্বিতীয় রাউন্ডে ৭ সেপ্টেম্বর জেলার ৪২টি টিকা কেন্দ্রের মাধ্যমে ২১ হাজার ৮০০ জনকে সিনোফার্মা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
প্রথম রাউন্ডের মতই দ্বিতীয় রাউন্ডে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১টি করে কেন্দ্র এবং ৩৩টি ইউনিয়নে ৩৩টি কেন্দ্র স্থাপন করা হয়।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু জানান, দুর্গম এলাকাগুলোর প্রথম ডোজ গ্রহনকারীদের মধ্যে আজ নির্ধারিত দ্বিতীয় ডোজের দিনে যারা টিকা নিতে পারবেন না। তাদের জন্য ১২ সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।