বান্দরবান সদর উপজেলার সাংগাই ত্রিপুরা পাড়ায় পাহাড় ধসের ধাক্কায় ঝিরিতে ভেসে গিয়ে নিখোঁজ ৩ জনের মধ্যে দুই শিশুর মরদেহ পাওয়া গেলেও ঘটনার ২৪ ঘন্টা পরও সন্ধান মেলেনি মা কৃষ্ণাতি ত্রিপুরার। এ অবস্থায় বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
বুধবার ১৫ সেপ্টেম্বর জুম ক্ষেতে কাজ সেরে বাড়ি ফেরার পথে পাশের পাহাড়ে ধস হয়ে মাটির ধাক্কায় তারা রাঙ্গাঝিরিতে পড়ে যায়।
সাংগাই ত্রিপুরা পাড়ার বাসিন্দা ও উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার জগদীশ ত্রিপুরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাড়াবাসী ছুটে এসে তাদের খুঁজতে শুরু করে। রাতভর নিষ্ফল অনুসন্ধানের পর সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ১ কিলোমিটার দূরে শিশু কন্যা বাজেরুং ত্রিপুরা বিনীতা (১২) ও ৩ কিলোমিটার দূরে শিশু পুত্র প্রদীপ ত্রিপুরা (৫) এর মরদেহ পাওয়া যায়।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ মেলেনি। এ অবস্থায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হলেও শুক্রবার ভোর থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
বুধবার বিকেল ৪টা থেকে জেলা সদর ও আশপাশের এলাকায় মুশলধারায় ভারী বৃষ্টিপাত হয়। এতে সাংঘাই পাড়ায় যাবার পথে রাঙ্গাঝিরিতে পানি বেড়ে যায়।
এসময় জুমের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঝিরিতে পানি কমে যাওয়ার অপেক্ষায় দুই শিশু সন্তানসহ বিধবা নারী কৃষ্ণাতি ত্রিপুরা (৪০) ঝিরির পাশে পাহাড়ের ঢালে একটি উঁচু জায়গায় অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশের পাহাড়টি ধসে পড়ে মা ও দুই শিশুকে ঝিরিতে ফেলে দেয়।