বান্দরবান জেলা শহর সংলগ্ন সাংগাই ত্রিপুরা পাড়ায় শনিবার ১৮ সেপ্টেম্বর সকালে গলায় উড়না পেঁচিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় জুরেন ত্রিপুরা (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা জানান, শুক্রবার রাতে খাবার শেষে তারা নিজ ঘরে এক বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভাঙলে বিছানায় স্বামীকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে বের হন। এক পর্যায়ে বাড়ির পাশে একটি গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের জানান। তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সদর থানার সাব ইন্সপেক্টর গোবিন্দ কুমার শর্মা জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এরপরও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য জুরেন ত্রিপুরার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাড়ার বাসিন্দা ও ইউপি মেম্বার জগদীশ ত্রিপুরা জানান, জুরেন ত্রিপুরা একটি চা এর দোকান করতেন। জুরেন-বিবিনি ত্রিপুরার ঘরে ৫ বছরের এক পুত্র সন্তান ও আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।