প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহদান কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩০০ গৃহহীন পরিবারকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি করে ঘর নির্মাণ করে দিচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রবিবার ২৬ সেপ্টেম্বর সকালে রোয়াংছড়ি উপজেলায় ১৪টি গৃহহীন পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।
গৃহদান কর্মসূচির উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণ করে দেয়ার যে কর্মসূচি নিয়েছে আমরা তাতে কিছুটা যোগান দিতে পেরেছি।