পর্যটন বিকাশমান বান্দরবান জেলায় সোমবার ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্ত্বরে বেলুন উড়িয়ে ও মাউন্টেইন সাইকেল রোড শো’র মাধ্যমে সাতদিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অর্ন্তভুক্তিমূলক পর্যটন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু এতে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক পর্যটন বিষয়ে এক ভার্চুয়্যাল সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলায় বসবাসকারী ১১টি ক্ষুদ্র জাতিসত্ত্বা এবং বাঙালি সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শহরের সব হোটেল-মোটেল, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র সমূহে শতকরা ৩০ ভাগ ছাড় দেয়া হচ্ছে।