জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ বুধবার ৬ অক্টোবর সকালে জেলা কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সিভিল সার্জন ডা. অংসুইপ্রু, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরায়েজী এবং প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু বক্তব্য রাখেন।
সভায় আগামী ৩ মাসের মধ্যে পাইলট ভিত্তিতে পৌরসভার জনবহুল ৯ নং ওয়ার্ডে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।