বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের জীবন দিয়ে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানেঃ বীর বাহাদুর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শনিবার ৯ অক্টোবর সকালে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির দেশ। মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বর্তমান সরকারের নেতৃত্বে এদেশের মানুষ নিজের জীবন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। এই সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে সকল ধর্মের নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরায়েজি, কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির সভাপতি লক্ষীপদ দাশ এবং সনাতন ধর্মের সিনিয়র নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলার ৩০টি পুজামন্ডপ পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা ৩ লক্ষ টাকার অনুদান বিতরণ করেন।