বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ ষষ্ঠীঃ শুক্রবার বিজয়া দশমী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১১, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয়া দুর্গাপূজার আজ মহাষষ্ঠী। বোধণের মধ্য দিয়ে রোববার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়।

শুক্রবার বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬দিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

গত কয়েকবছর যাবত শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে জেলা কেন্দ্রীয় দুর্গা পূজা মন্ডপ স্থাপন করে পূজা অর্চনা চললেও করোনা পরিস্থিতি এবং মাঠ সংস্কারের কারণে জেলা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা উৎসবের আয়োজন করা হয়েছে। মন্দিরে প্রধান দুর্গোৎসবের আয়োজন চলছে।

জেলা কেন্দ্রীয় পূজা উৎসবের সভাপতি লক্ষীপদ দাশ জানান, এবার জেলায় ৩০টি পূজা মন্ডপের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে।

এর মধ্যে জেলা সদরে ১০টি, লামা উপজেলায় ৮টি, আলীকদম উপজেলায় ৫টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩টি, থানচি উপজেলায় ২টি, রোয়াংছড়ি উপজেলায় ১টি ও রুমা উপজেলায় ১টি পূজা মন্ডপ রয়েছে।