বন্য হাতির কবল থেকে বাঁচতে গাছে চড়েও বজ্রপাতের হাত থেকে রেহাই পেলো না বান্দরবানের লামা উপজেলার ২ কৃষি শ্রমিক।
সোমবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়া সংলগ্ন গাছের উপর স্থাপিত মাচাং ঘরে অবস্থান নেয়া মোহাম্মদ এনাম (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (২২) এর শরীর ঝলসে দিয়েছে আকস্মিক বজ্রাঘাত।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকালে স্বজনরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
লামা থানার পরিদর্শক তদন্ত আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বন্য হাতির আক্রমণ প্রবণ ফাইতংসহ লামা উপজেলার বিভিন্ন এলাকায় গাছের উপর মাচাং বেঁধে ধানখেত ও বাগান পাহারা দেয় স্থানীয়রা। সোমবার রাতে এভাবে বাগান পাহারা দিতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারাতে হয়েছে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলামকে।
সোমবার রাতে বজ্রপাতের ঘটনায় একই উপজেলার মেরাখোলা এলাকায় ৪টি গরুর প্রাণহানী ঘটার খবর পাওয়া গেছে। স্থানীয় হিন্দু পাড়ার বাসু কুমার দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।