বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের লামায় হরি মন্দিরে হামলাঃ দু’টি মামলা দায়েরঃ ৪ আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২১ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলা সদরে বৃহস্পতিবার ১৪ অক্টোবর হরি মন্দিরে হামলা ও পুলিশ আহত হবার ঘটনায় লামা থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ১৮ অক্টোবর আসামী তালিকায় থাকা ৪ জনকে পুলিশ আটক করেছে।

লামা থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, সোমবার বিকেলে আসামীদেরকে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে দুই দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলা দুইটির মধ্যে একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মামলায় এসআই আশরাফ হোসেন বাদী হয়ে ৪৮জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। লামা হরি মন্দিরের পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বাদী হয়ে সোমবার আরেকটি মামলা করেন।

মামলায় লামার মাতামুহুরী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও জামাত নেতা মোহাম্মদ মোনায়েম প্রধান আসামী করে অন্য ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে লামা পৌরসভায় বিগত নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোহাম্মদ শাহীনকে। অন্য আসামীদের মধ্যেও বেশিরভাগই বিএনপি, জামাতের নেতা কর্মীরা রয়েছেন বলে জানা গেছে।

এদিকে সোমবার ১৮ অক্টোবর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। তারা হচ্ছে, মোঃ কাউসার (৩৫), মোঃ খালেক (৪০), আল আমিন (১৯) ও মোঃ নিজাম (২৭)।

দুইটি মামলাতেই এই ৪ জনের নাম আসামী তালিকায় রয়েছে।

পুলিশ বলেছে, মামলায় তালিকাভুক্ত আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।