বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে প্রবারণা উৎসব শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বৌদ্ধ ধর্মানুসারীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার ১৯ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানে মারমা জনগোষ্ঠীর ৪দিন ব্যাপী প্রবারণা উৎসব (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বিহারে বিহারে টানা ৩ মাস বর্ষাবাস (ওয়া) পালন শেষে উপষদব্রত গ্রহণকারীরা বৌদ্ধ বিহার থেকে বেরিয়ে আসার উপলক্ষ্যকে কেন্দ্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করে থাকে।

প্রতিবছর ওয়াগ্যোয়াই পোয়েঃ কে কেন্দ্র করে ব্যাপক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে গতবছর থেকে এই উৎসবকে সংক্ষিপ্ত করে উদযাপন করা হচ্ছে।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি থেওয়াং মার্মা জানান, এবারো স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তভাবে প্রবারণা উৎসব উদযাপন করা হচ্ছে।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহারে এবং সন্ধ্যা ৭ টায় উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারে ফানুস উৎসর্গ করে ৪দিন ব্যাপী সংক্ষিপ্ত এ উৎসব শুরু হবে।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন বুধবার ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় রথ টেনে শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে এবং উজানি পাড়া মহা বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হবে।

সেখানে উপষদব্রত পালনকারীরা বিহার প্রাঙ্গনে এসে রথে প্রদীপ পূজা দেবেন। এবং রাতে বান্দরবান পৌর এলাকার ৫টি পয়েন্টে পিঠা তৈরি উৎসব অনুষ্ঠিত হবে। রাতভর পিঠা তৈরি করে বৃহস্পতিবার ২১ অক্টোবর ভোরে বৌদ্ধ ভিক্ষু, উপষদব্রত পালনকারী ও প্রবীনদের জন্য রান্না করা পিঠা নিয়ে যাওয়া হবে।

কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান শহরের পুরনো রাজবাড়ী প্রাঙ্গন থেকে রথ দুটিকে টেনে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ প্রদীপ পূজা, দান এবং প্রণাম করবেন।

সুসজ্জ্বিত রথ দুটিকে শঙ্খ নদীর উজানি পাড়া ঘাটে অরহত উপগুপ্ত (উপবু আশাং) এর উদ্দেশ্যে নদীর জ্বলে ভাসিয়ে দেয়া হবে।