বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বান্দরবানের ইমাম সমিতি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২১ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা শহরের একটি পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে বান্দরবান জেলার ইমাম পরিষদ।

সোমবার ১৮ অক্টোবর সকালে জেলার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জেলা সদরের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী এবং বান্দরবান বাজার মসজিদের খতিব মওলানা আল মূঈন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তারা গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে ইমামদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।