বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২০, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘোনারপাড়াস্থ এলাকায় পুলিশরা মঙ্গলবার ১৯ অক্টোবর রাতে সাইফুল ইসলাম (২০) এবং মোঃ হাসান (২২) নামের দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সূত্রের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ও এসআই মোঃ আল আমিন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘোনারপাড়াস্থ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশীরত অবস্থায় ওই দুই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

তিনি বলেন, আটককৃত সাইফুল ইসলাম ও মোঃ হাসান মাদক কারবারী হিসেবে পরিচিত। তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় এনে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।