বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইমরানকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশন থেকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউপি নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আবু জাফর সালেহ শনিবার ২৩ অক্টোবর এই নোটিশ জারি করেন।
নোটিশে প্রতীক বরাদ্দের আগে শুক্রবার ২২ অক্টোবর দলবল নিয়ে নির্বাচন প্রচারণার অভিযোগ আনা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করা হয়।
দোছড়ি ইউনিয়নে গত চারবার টানা নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ হাবিবুল্লাহকে দলীয় মনোনয়ন না দিয়ে মোহাম্মদ ইমরানকে দেয়ায় হাবিবুল্লাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।