প্রায় দুই বছর করোনাকালীন পরিস্থিতিতে অনলাইনে শিক্ষাদান শেষে মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাসরুম ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএফ ইমাম আলি শিক্ষার্থীদের ফুল উপহার এবং মাস্ক পরিয়ে ক্লাসরুম ভিত্তিক সরাসরি শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে শহরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছার, বিভিন্ন ফ্যাকাল্টি’র ডীন এবং সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।