বান্দরবানে অবৈধ অস্ত্র রাখার দায়ে সাচি মং মার্মা নামে এক যুবককে ১৫ বছর কারাদন্ড দেয়া হয়েছে। বান্দরবানের অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ বুধবার ৩ নভেম্বর এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামী সাচি মং আদালতে উপস্থিত ছিলেন। জেলা সদর থানার জি.আর মামলা নং ১৩৮/২০১১ এর ভিত্তিতে দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে বিচারিক কার্যক্রম শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় সাজা প্রদান করা হয়।
রায়ে বলা হয়, গ্রেপ্তারের পর থেকে আসামীকে যতদিন কারাবাসে থাকতে হয়েছে ১৫ বছরের কারাদন্ড থেকে তার বাদ যাবে।
২০১১ সালের ৩ জুলাই রাতে সদর উপজেলার ঢলুপাড়া সংলগ্ন একটি পাহাড়ে মাটি গর্ত করে লুকিয়ে রাখা দুটি অস্ত্র এবং ১৩৮ রাউন্ড বিভিন্ন প্রকারের বুলেটসহ সেনাবাহিনী, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সাচি মং মার্মাকে আটক করে। পরে তাকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার চার্জ গঠন করা হয়। মামলার বিবরণ অনুযায়ী আসামী সাচি মং মার্মার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোদার পাড় রাবার বাগান বেতবুনিয়া এলাকায়। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ এবং আসামী পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মোঃ ইকবাল করিম।