বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে ২ যুবলীগ নেতা বহিষ্কৃত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৫, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত নৌকা পদপ্রার্থী মোহাম্মদ ইমরানের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় ওই ইউনিয়নে দু’যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এরা হচ্ছেন, বাংলাদেশ যুবলীগ দোছড়ি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শামসুল আলম এবং সহ-সভাপতি মুহাম্মদ ফোরকান।

শুক্রবার ৫ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং।

তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন জানান, বহিষ্কৃতদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

বর্তমানে ইউনিয়ন যুবলীগের অপর সহ-সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বাইশারী এবং দোছড়ি ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধাচরণ ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর এবং দোছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি হাবিবুল্লাহকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।