বান্দরবান জেলা যুব মহিলা লীগের এক কর্মী সম্মেলন শুক্রবার ৫ নভেম্বর শহরের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার যথাক্রমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন।
পরে জেলার যুব মহিলা লীগের সভাপতি জোহরা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি এবং বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।