বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তবুও সুসংবাদ : আগামী আসরে টাইগাররা খেলবে সুপার টুয়েলভে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৬, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হারতে হারতেও জিতে গেলো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুচনীয়ভাবে পরাজিত হয়ে দেশে ফেরা টাইগারদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো অস্টেলিয়ার কাছে হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ। আর এর মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি সুপার টুয়েলভ নিশ্চিত হলো বাংলাদেশের।

এখন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়া বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। আর বিশ্বকাপে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে লড়তে হবে কোয়ালিফাই রাউন্ডে।

শনিবার ৬ নভেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভে খেলার ভাগ্যও তাদের হাতছাড়া হয়ে যায়।