বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহরে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৬, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পর্যটক ও স্থানীয় জনগণকে পরিবেশ সচেতন করতে শনিবার ৬ নভেম্বর সকালে শহরের বিভিন্ন এলাকায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।

তারা পথের ধারে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাগজপত্র, চানাচুর ও চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যু, প্লাস্টিক বোতল, পলিথিনের শপিং ব্যাগ, লাঞ্চ বা ডিনারের খালি প্যাকেটসহ অন্যান্য আবর্জনা তুলে নিয়ে অন্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা চালায়।

শহরের ট্রাফিক মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস ও হাসপাতাল অঙ্গন, বাজারের অলি গলি এবং রাজার মাঠ এলাকায় পরিচালিত এমন অভিযানে শত শত শিক্ষার্থী অংশ নেয়।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সিরাজুল ইসলাম উকিল এবং সিনিয়র শিক্ষক-শিক্ষিকাগণ এসময় উপস্থিত ছিলেন।