বান্দরবানবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১০, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

শীত মৌসুমের শুরুতেই বান্দরবানের দরিদ্র জনগণের মধ্যে বুধবার ১০ নভেম্বর সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো শীতবস্ত্র বিতরন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

কর্মসূচির আওতায় পৌরসভার ১৫০ জন এবং সদর উপজেলার ৫০জনকে আজ কম্বল দেয়া হয়েছে।

এ নিয়ে এ বছরে মোট ২৪০০ পরিবারকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।