বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় নৌকা প্রতীকের অফিস পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১০, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়নের বৈল্লারচর বাজারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনের মাত্র একদিন আগে বুধবার ১০ নভেম্বর ভোরে এ ঘটনা ঘটে।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী আক্তার কামালকে দায়ী করেছে।

তবে আক্তার কামাল বলেছেন, নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা দেখে মিন্টু কুমার সেন তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

লামা ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে বৈল্লারচর বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিকান্ডের খবর শুনে তারা সেখানে যান। এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে নির্বাচনী অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে সবশেষ খবর পাওয়া অনুযায়ী, এ বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত লামা থানায় কোনো মামলা হয়নি।