বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দু’টি উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২১ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলার লামা উপজেলার ৭টি ইউনিয়ন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই নানা বয়সী শত শত নারী পুরুষ লাইনে দাড়িয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তাদের মনোনীত প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহনের লক্ষ্যে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন কেন্দ্রগুলোর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করেছে।

প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি এবং পুলিশ সুপার জেরিন আখতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

লামা উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৫৭ হাজার ৯ শত ৮৪ জন ভোটার রয়েছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২টি ইউনিয়নে মোট ১৪ হাজার ৮ শত ৪৩ জন ভোটার রয়েছে।