পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রয়েছে। এখন সাংবাদিকরা স্বাধীন মতামতসহ দেশের উন্নয়নের বার্তাসমূহ জনগণের মাঝে পৌছে দিচ্ছে।
শুক্রবার ১২ নভেম্বর রাতে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর বায়োগ্রাফি গ্রন্থ ‘পাহাড়ের সংশপ্তক’ এর প্রকাশনা উৎসবে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসন মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বিশিষ্ট লেখক ও ডিজিএফআই এর বান্দরবান ডেট কমান্ডার নাদির হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং পাহাড়ের সংশপ্তকখ্যাত প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ ও গ্রন্থের অন্যতম সম্পাদক জান-ই-আলম বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ প্রাপ্ত ১৩ জন সদস্যের হাতে স্থায়ী সদস্য সনদ এবং ক্রেস্ট তুলে দেন।