বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের ১২ তম মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার রেইছা এলাকায় দেশের ১২তম মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) নির্মাণ কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩০ কোটি ৫৮ লাখ টাকায় এ প্রকল্পের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বৃহস্পতিবার ১৮ নভেম্বর সকালে ম্যাটস নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রকল্পের আওতায় ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ৩ তলা বিশিষ্ট ফিমেল হোস্টেল, ৪ তলা বিশিষ্ট মেল হোস্টেল ভবন, ৪ তলা বিশিষ্ট লেকচারার কোয়ার্টার, ৩ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার, ১ তলা বিশিষ্ট প্রিন্সিপাল কোয়ার্টার, ২ তলা বিশিষ্ট গ্যারেজ এবং ১ তলা বিশিষ্ট সাবষ্টেশন স্থাপন করা হচ্ছে।

এ উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে প্রান্তিক জনগণের দোড়গড়া পর্যন্ত পৌছে দিতে কাজ করে যাচ্ছে।

সদরে প্রতিষ্ঠিত মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে দীক্ষিত দক্ষ জনশক্তি সরকারের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু’র সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম এতে বক্তব্য রাখেন।

২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে ২০২৩ সাল থেকে মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।