বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহা পিন্ডদান উৎসব অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২১ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

আনুষ্ঠানিক দান উৎসর্গ ও পিন্ড গ্রহণের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বার্ষিক অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ ভিক্ষুদের মহা পিন্ডদান উৎসব শুক্রবার ১৯ নভেম্বর বান্দরবানে অনুষ্ঠিত হয়।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস বর্ষাবাস এবং প্রবারণা উৎসবের পরদিন থেকে মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪ মাসব্যাপী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয় ভিক্ষুদের এই মহা পিন্ডদানের মধ্য দিয়ে।

মহা পিন্ডদান অনুষ্ঠানে সদর এবং আশপাশের অন্যান্য বৌদ্ধ বিহারের সিনিয়র ভিক্ষুরা অংশ নেন। এ কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মানুসারীরা মহা পিন্ডদান অনুষ্ঠানে অংশ নেন।

শুক্রবার সকালে সদরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বের হয়ে ভিক্ষু সংঘ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দায়ক দায়িকাদের দান ও উৎসর্গ গ্রহণ করেন এবং নিজ নিজ বিহারে ফিরে যান।

মহা পিন্ডদান উপলক্ষে শহরের সড়কগুলো সামিয়ানা দিয়ে সজ্জ্বিত করা হয় এবং ভিক্ষুদের হাটার পথে গালিচা বিছিয়ে দেয়া হয়। ভিক্ষুরা দান পাত্র হাতে গালিচার উপর দিয়ে হেটে যান। অন্যপাশ থেকে দায়ক দায়িকারা তাদের পাত্রে দানীয় সামগ্রী উৎসর্গ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শহরের মধ্যম পাড়ায় নিজ বাসভবনের সামনে প্রধান সড়কে ভিক্ষুদের অষ্টাঙ্গে প্রণাম জানান এবং দান উৎসর্গ করেন। মন্ত্রীর সহধর্মিনী মে হ্লা প্রু, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার, সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রুসহ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্মাবলম্বী কয়েক হাজার নর-নারী পিন্ডদান অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, এবার পিন্ডদান অনুষ্ঠানে ৩১১ জন বৌদ্ধ ভিক্ষু অংশ নিয়েছেন।